ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বিএফসিতে বিক্রি হচ্ছে পঁচা-বাসি খাবার [ভিডিও]  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ৫ জুন ২০১৮

রেঁস্তোরায় বিক্রি হচ্ছে পঁচা-বাসি খাবার। রান্নায় মেশানো হয় ভেজাল। এ চিত্র রাজধানীর উত্তরার কয়েকটি রেস্তোরার।  

ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়ে নামিদামি রেঁস্তোরাগুলোর কাণ্ডকীর্তি। রেঁস্তোরাগুলোকে করা হয়েছে সাড়ে আট লাখ টাকা জরিমানা।

মানিক শিকদারের রিপোর্ট।

উত্তরা জসিম উদ্দিন সড়কের পাশে ড্রেনে পঁচাবাসি খাবার, ও ব্যবহার অনুপযোগি ভোজ্য তেল ফেলা হচ্ছে।

উৎসুক মানুষ ভীড় করে দেখছে সে দৃশ্য। তাদের চোখেমুখে বিস্ময়। এতো দিন তাহলে কি খেলেন তারা?

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের ভ্রাম্যমান আদালতের অভিযানে বেরিয়ে আসে বিএফসি’র মতো জনপ্রিয় রেঁস্তোরার কাণ্ড।

ফায়ার অন আইস রেষ্টুরেন্ট থেকে বের হলো মেয়াদোত্তীর্ণ খাবার।   

রমজানে কার্যক্রম বন্ধ থাকলেও পুরনো মাংস ও খাবার সংরক্ষণের দায় এড়াতে পারেনি জিনজিয়ান রেস্তোরা। তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয় সাড়ে আট লাখ টাকা।

অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম চলবে বলেও জানিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভিডিও:   

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি